আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে ফ্রিল্যান্সিং অনলাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে ইনকাম করতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায়। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের টপিকে আসি, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু আমাদের বাসায় কম্পিউটার নেই তাই আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে বা স্মার্ট ফোন দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব। এক্ষেত্রে আমি সম্ভব ও বলবো না আবার সম্ভব না বলবো না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তাহলে চলুন দেখে আসি আমরা কি কি কাজ মোবাইল দিয়ে করতে পারব....
মোবাইল দিয়ে করা যাবে এমন কাজ
মূলত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করা সম্ভব না। তবে অনলাইনে কিছু সেক্টরের কাজ (যেমন: ট্রান্সলেট, কিছু কিছু ফটো এডিটিং এর কাজ, আর্টিকেল রাইটিং ইত্যাদি) আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে করতে পারবেন। তবে প্রফেশনাল কাজ গুলো আপনি স্মার্ট ফোন দিয়ে করতে পারবেন না। তবে আমি যেসব কাজগুলো কথা বলছি যেগুলি স্মার্ট ফোন দিয়ে করা যাবে, সেগুলোর মধ্যে অনেক কাজেই কিন্তু আপনি মোবাইলে প্রফেশনাল ভাবে করতে পারবেন না। যেমন ফটো এডিটিং এর কথাই বলা যাক ফটো এডিটিং যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে আপনি মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন না, কারণ মার্কেটপ্লেসে প্রয়োজন হয় পিএসডি ফাইল বা ফটোশপের প্রজেক্ট ফাইল টা যেটা আপনি কম্পিউটার থেকেই করতে পারবেন। তবে হ্যাঁ আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন কারণ আর্টিকেল লিখতে কোন কম্পিউটার প্রয়োজন হয় না। আপনি আপনার ফোনটি দিয়েই আর্টিকেল ভালোভাবে লিখতে পারবেন।চলুন এবার দেখে আসি মোবাইল দিয়ে যেসব কাজগুলো করা যাবে না
মোবাইল দিয়ে করা যাবে না এমন কাজ
ফ্রীলান্সিং সেক্টরের বেশিরভাগ কাজই কিন্তু মোবাইলে করা যাবে না। আপনার যত হাই কোয়ালিটি স্মার্টফোন থাকুক না কেন আপনি কিন্তু কম্পিউটারের পুরো সুবিধা স্মার্টফোনে পাবেন না। যার কারণে স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না। মোবাইল ফোন দিয়ে অনেক কাজ (যেমন এইচটিএমএল কোডিং, প্রফেশনাল ভিডিও এডিটিং, প্রফেশনাল ফটো এডিটিং, ওয়েব ডিজাইনিং, এস ই ও) এর কাজ কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না।
এক কথায় বলতে গেলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না। এখন অনেকে বলতে পারেন যে অনেকে ইউটিউবে ছাড়ে যে মোবাইলে ফ্রিল্যান্সিং করুন, এছাড়া তার পরে বিভিন্ন অ্যাপস বের হয়ে গিয়েছে যেগুলোতে মানে একটা ক্লিক করলে 5 টাকা দিবে 10 টা ক্লিক করলে 100 টাকা দিবে এরকম একটা কাজ করলে তো আমরা ইনকাম করতে পারি। তাহলে আপনাদেরকে আমি বলব এগুলো কাজ করলে ফ্রিল্যান্সিং হয় না এগুলো কে ফ্রিল্যান্সিং বলে না।
এগুলো আপনার সময় নষ্ট করার একটা বিষয়। এই ধরনের অ্যাপস বা ওয়েব সাইটের মালিকরা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। এখানে আপনাদের কে বোকা বানানো হচ্ছে যেমন তারা একটি অ্যাপ পাবলিশ করছে আর সেই অ্যাপ এর মধ্যে একটা ক্লিক করলে 3 টাকা দিবে তাহলে ভাবুন আপনারা একটা ক্লিক এ 3 টাকা দিলে তাদের ইনকাম টা কত। একটা জিনিস মনে রাখবেন কেউ 10 টাকা ইনকাম করলেই আপনাকে ৩-৪ টাকা দিতে পারবে। কেউ তো এক টাকা ইনকাম করলে 3 টাকা আপনাকে জীবনেও দিবে না। আপনারা এসব অ্যাপ এবং সাইটের পিছন ছেড়ে, শুধু শুধু এসব অ্যাপ এবং সাইটে কাজ না করে একটা প্রফেশনাল কাজ শিখুন তাহলে আপনার জীবন পাল্টে দিতে পারবেন। যদি সারা জীবনে সব অ্যাপস এবং সাইটের পিছনে ঘুরাঘুরি করেন তাহলে আপনার জীবন আপনি জীবনে পাল্টাতে পারবেন না।
এখন পুরো সিদ্ধান্ত আপনার উপরে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আজকের পোস্টটি আপনাদের ভাল লেগেছে যদি পোষ্টটি আপনাদের সামান্য পরিমাণ ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাদের কেউ এটি জানার সুযোগ করে দিন। কারণ নিজে জ্ঞান অন্বেষণ করলে এবং জ্ঞান ছড়ালে কারো কোন ক্ষতি হবে না উল্টো লাভ হবে। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ
Tags
Freelancing work, Freelancing real??, mobile Freelancing, Mobile Freelancing Real? Freelance in Mobile Bangla Turorial, Online Income in Mobile Bangla Turorial