আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ডিভাইস ব্যবহার করি। বিশেষ করে মোবাইল ডিভাইস দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। ইলেকট্রনিক ডিভাইসে যে র্যাম এবং রম রয়েছে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। Ram এবং Rom এর মধ্যে যে পার্থক্য আছে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমরা অনেকে তো মনে করি যে Ram এবং Rom একই জিনিস। কিন্তু Ram এবং Rom এর মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক...
Ram কি??
Ram হল একটি ক্ষণস্থায়ী মেমোরি। Ram কে অনেকটা মানুষের স্মৃতির সাথে তুলনা করা যায়। মানুষের স্মৃতি তিন ধরনের হয়ে থাকে, এর মধ্যে একটি হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। ক্ষণস্থায়ী স্মৃতি হলো ধরুন আপনি কোন একটি জিনিস দেখলেন পড়ে সেই জিনিসটার কিছু অংশ মনে করতে পারলেন এবং কিছু অংশ মনে করতে পারলেন না। ওই যে কিছু অংশ মনে করতে পারলে না সেটি আপনার ক্ষণস্থায়ী স্মৃতির মধ্যে পড়ে। Ram ও ঠিক তেমনি, Ram এরমধ্যে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে ততক্ষণ Ram আপনার ডাটা কি সেভ করতে পারবে। কিন্তু Ram এর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত না হয় Ram আপনার ডাটা সেভ করতে পারবে না। বিদ্যুৎ প্রবাহিত না হলে র্যাম কাজ করা বন্ধ করে দিবে। যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে র্যাম আপনার ডাটা কে সেভ করে রাখতে পারবে যখনই বিদ্যুৎ প্রবাহিত বন্ধ হয়ে যাবে বা বিদ্যুৎ চলে যাবে তখন আপনার ফাইল ও থাকবে না। আশাকরি Ram সম্পর্কে আপনারা পুরো তথ্য পেয়েছেন।Rom কি?
রম হলো দীর্ঘস্থায়ী মেমোরি। রম, Ram থেকে অনেক উন্নত মেমোরি। রম আপনার ডাটা বিদ্যুৎ না থাকলেও সেভ করে রাখতে পারবে। ধরুন আপনি একটি ভিডিও আপনার রমে সেভ করে রাখলেন তারপর হঠাৎ কারেন্ট চলে গেল বা বিদ্যুৎ চলে গেল, তখনো কিন্তু আপনি যখন বিদ্যুৎ চলে আসবে তখন দেখবেন আপনার ফাইল একই জায়গাতেই রয়েছে। আপনার পারমিশন ছাড়া রম থেকে আপনার কোন ফাইল ডিলিট হবে না। তবে রম এর অনেক সাইজ রয়েছে, রম এর ফাইল ধারণ ক্ষমতা যত বেশি হবে ততবেশি ফাইল আপনি আপনার রমে সেভ করে রাখতে পারবেন।বন্ধুরা আশাকরি Ram এবং Rom সম্পর্কে আপনারা সব কিছু জানতে। আজকের পোস্টটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন আর বন্ধুদের কে জানার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন একটি পোস্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ.....
Tags
ram, rom, what is ram, what is rom, how to work ram, how to work rom, what is ram and rom bangla,