আসসালামুআলাইকুম বন্ধুরা, আমরা সবাই মোবাইল ব্যবহার করি, অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের মোবাইলটি চায় কল করার জন্য। কিন্তু আমরা অনেক সময় আমাদের কিছু পারসোনাল কিছু কারণের জন্য তাদেরকে আমাদের মোবাইলটি দিতে পারি না অথবা টাকার কিছু সমস্যার জন্যও দিতে পারি না। আবার বন্ধুরা চাইলে আবার মানাও করতে পারি না। আজ আপনাদের সাথে এমন একটি ট্রিক দেখাব যেটার মাধ্যমে আপনার বন্ধুকে যদি আপনি মোবাইল দিয়েও দেন তাহলে ও আপনার বন্ধু আপনার মোবাইলটি দিয়ে কল দিতে পারবে না। তাহলে চলুন শুরু করা যাক...
★ প্রথমে নিচের চিত্র-১ এর মতো আপনার মেবাইলের ডায়ল অপসনে গিয়ে *31# ডায়ল করুন। তারপর যে সিমের outgoing কল বন্ধ করতে চান সেটা সিলেক্ট করে দিন (একটা সিম থাকলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে)। তারপর দেখুন ঐ সিম থেকে এখন আর কল দেওয়া যাচ্ছে না।
★ এবার পুনরায় outgoing কল চালু করতে ঐ একই সিমে #31# ডায়ল করুন। দেখবেন আবার যেকোনো নাম্বারে কল দেওয়া যাচ্ছে। এইভাবেই আপনি আপনার বন্ধুদের হাত থেকে আপনার মোবাইলের ব্যালেন্স রক্ষা করতে পারবেন।
Also Read:
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আসাকরি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি পোস্টটি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ও শেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আল্লাহ্ আফেজ