Amazon In Bangladesh |
কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে থেকে অ্যামাজনের কোন পণ্য অফিশিয়ালি কিনা যায় না। কারণ হলো অ্যামাজন বাংলাদেশ চালু নাই। আমাদের এই দুঃখের দিন হয়তো শেষ হযতে চলেছে, কারণ বাংলাদেশ সরকারের সাথে অ্যামাজন গত 17 জুলাই 2019 এ আলোচনায় বসেছিল। সেই আলোচনায় অ্যামাজন তাদের সার্ভিস বাংলাদেশ আনার কথা জোরালোভাবে জানিয়েছে। তবে 2018 সালেও অ্যামাজন বাংলাদেশ সরকারের সাথে আলোচনায় বসে ছিল কিন্তু সেই আলোচনাটা এত বেশি জোরালো ছিল না। কিন্তু গত 17 জুলাই 2019 এর আলোচনাটি অনেক বেশি জোরালো হওয়ায় হয়তো 2020 সালের মধ্যে অ্যামাজন বাংলাদেশের চলে আসবে।
অ্যামাজন বাংলাদেশ আসলে আমাদের লাভ কি??
অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মল হাওয়ায় এইখানে আপনারা বিশ্বের প্রায় সব কিছুই কিনতে পারবেন। যার কারনে বাংলাদেশ থেকেই আপনারা যে কোন বিদেশী পণ্য খুব সহজে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন। এছাড়া আমাদের দেশের পণ্যগুলোও অ্যামাজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা যাবে। এছাড়াও বাংলাদেশ কিছু কিছু অনলাইন শপিং সেন্টারগুলো রয়েছে যারা গ্রাহকদের সাথে অনেক জালিয়াতি করে, তাদের এই জালিয়াতি ও বন্ধ হয়ে যাবে। এছাড়াও অ্যামাজন অ্যাফিলিয়েট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশে অনেক কর্মসংস্থান তৈরি হবে। অ্যামাজনের অ্যাফিলিয়েট ছাড়াও অ্যামাজনের চাকরি করে বাংলাদেশে অনেক মানুষ কর্মসংস্থান পাবে।তাই বলা যায় অ্যামাজন বাংলাদেশ আসলে আমাদের অনেক লাভ হবে। বন্ধুরা আজকের পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পোষ্টে যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করুন। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
About This Post
বাংলাদেশে কার্যক্রম চালু করছে মার্কিন জায়ান্ট আমাজন!! Amazon In Bangladesh | amazon bd | amazon shopping bd | amazon bd shopping | shopping Amazon bd | online shopping bd | online shopping in Amazon bd