আসছে নকিয়ার নতুন অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন | Nokia New Android Feature Phone

আসছে নকিয়ার নতুন অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন | Nokia New Android Feature Phone | nokia new feature phone | nokia new Android | nokia new phone | new Android feature phone | nokia new Android feature phone coming soon
Nokia New Android Feature Phone
আসসালামুআলাইকুম বন্ধুরা, কোন এক সময়ে মোবাইল ফোনের বাজারে রাজত্ব করত নোকিয়া। এর কারণ হচ্ছে নকিয়া সুলভ মূল্যে তাদের মোবাইল ফোনগুলোতে অসাধারণ সব ফিচার দিত। কিন্তু কিছু কারণবশত নকিয়া কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তারপর নকিয়া কে কিনে নেয় মাইক্রোসফট, কিন্তু মাইক্রোসফট নকিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয় বরং উল্টো নোকিয়ার নাম কে আরো বেশি খারাপ করে ফেলে।

পরবর্তীতে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নকিয়া নামটি ব্যবহার করে বাজারে বিভিন্ন ধরনের স্মার্টফোন ছাড়ে যার ফলে নকিয়া তার নামটি পুনরায় ফিরে পায়। এই প্রতিষ্ঠানটি বাজারে অনেক অসাধারণ সব স্মার্টফোন ছাড়ে এবং গ্রাহকদের মন জয় করে ফেলে। তবে নোকিয়ার সবচেয়ে বেশি পরিচিত তাদের ফিচার ফোনগুলোর জন্য, এই ফোনগুলোতে নকিয়া তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে। যার ফলে এই ফোনগুলো হয় অনেক অসাধারণ।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল এর থেকে জানা গেছে এইচএমডি গ্লোবাল অ্যান্ড্রয়েড-চালিত ফিচার ফোন আনবে। নকিয়ার নতুন ফোনটি দেখতে হবে অনেকটা নকিয়া ২২০ মডেলের মতো। এতে ডি-প্যাড, টি৯ কি–বোর্ড ও ফিচার ফোনের অন্যান্য সুবিধা থাকবে। যেহেতু একটি অ্যান্ড্রয়েড-চালিত তাই এই নতুন ফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব, ক্রোম ব্রাউজার ও ক্যামেরার মত সুবিধা পাওয়া যাবে। তবে এই ফোনটি সম্পর্কে নোকিয়ার থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

গুগল বর্তমানে স্বল্প কনফিগারেশনের ডিভাইস গুলোর জন্য অ্যান্ড্রয়েডের গো সংস্করণ চালু করেছে। এক জিবি র্যাম বা তার চেয়েও কম র্যামের ফোনে এই অপারেটিং সিস্টেম সমর্থন করে। গুগল এখন নোকিয়ার এই ফোনটির মাধ্যমে ফিচার ফোনের বাজারেও ঢোকার পরিকল্পনা করছে।

About This Post
আসছে নকিয়ার নতুন অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন | Nokia New Android Feature Phone | nokia new feature phone | nokia new Android | nokia new phone | new Android feature phone | nokia new Android feature phone coming soon