১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট!! All Unofficial Mobile Phone Stopped In 1 August 2019 In |
1 আগস্ট থেকে যদি কেউ আনঅফিসিয়াল ফোন কিনে, তাহলে তার সেই ফোন চলবে কিন্তু সেই ফোনে কোন সিমের নেটওয়ার্ক আসবে না বা সেই ফোনে কোন সিম চলবে না। তবে 1 আগস্ট এর আগে যারা আনঅফিসিয়াল ফোন কিনেছিল তাদের ফোনগুলো কি হবে সে বিষয়ে বিটিআরসি থেকে এখনো কিছু জানানো হয়নি।
আপনার মেবাইলফোনটি অবৈধ বা নকল কিনা চেক করে নিন
আপনার মোবাইলফোনটি অবৈধ বা নকল কি-না তা দেখতে আপনার মেসেজ অপসনে গিয়ে টাইপ করুন KYD তারপর স্পেস দিয়ে আপনার ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর দিন, তারপর 16002 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন। তারপর ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেজে সংরক্ষিত আছে কি-না তা জানতে পারবেন।⚠⚠ আইএমইআই (IMEI) নম্বর জানতে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *#06#
কেউ যদি নতুন মোবাইল কেনে সেক্ষেত্রে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই ( IMEI) নম্বরটি (*#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) দিয়ে উপরের মত একই রকম করে মেসেজ পাঠিয়ে দিন। ফিরতি এসএমএস এ আপনার কাঙ্খিত মোবাইলটি বিটিআরসির ডেটাবেজে সংরক্ষিত আছে কি-না তা জানতে পারবেন।
About This Post
১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট!! All Unofficial Mobile Phone Stopped In 1 August 2019 In | all mobile phone stopped in August 2019 | all phone stopped on 1 august 2019 | all unofficial phone stopped in August 2019