অস্ট্রেলিয়া থেকে সার্চ ইঞ্জিন সরিয়ে নেয়ার হুমকি গুগলের | Google | Australia Media |

 

অস্ট্রেলিয়া থেকে সার্চ ইঞ্জিন সরিয়ে নেয়ার হুমকি গুগলের

ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে প্রতিনিয়ত আমাদের যেতে হয় সার্চ ইঞ্জিন গুগলের কাছে ।  যে কোন জরুরী প্রয়োজনে মানুষ গুগলের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে এর ধারে কাছেও কেউ নেই । গুগলের বিকল্প নেই বলে এর আয়ু বেড়েছে বহুগুণ ।

এবার সেই আইনে এই বাধল বিরোধ বিবিসি জানায় অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোর অভিযোগ তাদের প্রকাশিত সংবাদগুলো লিংক আকারে প্রকাশ করে বিপুল অর্থ আয় করছে ,কিন্তু সংবাদ প্রকাশের কোনো অর্থ পাচ্ছেন না  । এ কারণে 2005 সাল থেকে অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যমগুলোর আয় কমে গেছে 75% ।

এর পরিপ্রেক্ষিতে নতুন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার এ আইনে বলা হচ্ছে গুগল তাদের সংবাদ প্রকাশ করলে তার থেকে অর্জিত এর একটা অংশ অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকদের দিতে হবে । শুক্রবার এক বিবৃতিতে এর বিরোধিতা করেছে গুগল প্রতিষ্ঠানটি জানায় নিউজ কনটেন্ট এর জন্য অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে অর্থ দিতে বাধ্য করা হলে সে দেশ থেকে তারা তাদের সার্চ ইঞ্জিন সরিয়ে নেবে ।

তবে গুগলের এমন হুমকি কে পাত্তা দেয়া হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন । ব্যাপারটি খুব দুঃখ জনক গন মাধ্যম গুলোকে  আমারা তাদের প্রাপ্য সম্মান সুনিশ্চিত করতে পারছিনা । তাই এবার নতুন আইন  প্রনয়ন করতে যাচ্ছি । গুগলের হুমকিতে আমরা পিছু হটবো না । এছর নতুন আইনটি পাস করার কথা জানান মরিসন ।